BGC TRUST MEDICAL COLLEGE HOSPITAL
বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হসপিটাল
BGC TRUST MEDICAL COLLEGE HOSPITAL BGC BIDDYANAGAR, CHANDANAISH, CHATTOGRAM
ক্যাম্পাসঃ ‘বিজিসি বিদ্যানগর', চন্দনাইশ, চট্টগ্রাম।
চট্টগ্রাম সিটি অফিস: সানমার আরএল পার্কভিউ সুট-এ/৬ (৬ ফ্লোর) এবি ব্যাংকের বিপরীত, ৩৫/২৫, জাকির হোসেন রোড খুলশী, চট্টগ্রাম।
যোগাযোগঃ ০১৭৫৫৫৮৮৬৯৯ | Email: hr@bgctmc.ac.bd
নিয়োগ বিজ্ঞপ্তি
বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য নিম্নে বর্ণিত পদে লোক নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে-
ক্র:নং | পদের নাম | বিষয়ের নাম | যোগ্যতা ও অভিজ্ঞতা |
---|---|---|---|
02 | অধ্যক্ষ/উপাধ্যক্ষ | সকল বিষয় | বয়স, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, বিএমএন্ডডিসি, পিএসসি ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নীতিমালা |
03 | পরিচালক/সহকারী পরিচালক/উপ-সহকারী পরিচালক (হাসপাতাল) | সকল বিষয় | বয়স, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, বিএমএন্ডডিসি, পিএসসি ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নীতিমালা |
08 | অধ্যাপক/ সহযোগী অধ্যাপক/ সহকারী অধ্যাপক | সকল বিষয় | বয়স, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, বিএমএন্ডডিসি, পিএসসি ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নীতিমালা |
05 | আবাসিক ফিজিশিয়ান/সার্জন/ প্যাথলজিষ্ট | সকল বিষয় | বয়স, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, বিএমএন্ডডিসি, পিএসসি ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নীতিমালা |
06 | রেজিষ্ট্রার/ সহকারী রেজিষ্ট্রার/ প্রভাষক | মেডিকেল অফিসার/ সিনিয়র ইমারজেন্সী মেডিকেল অফিসার | এম.বি.বি.এস, মেডিকেল অফিসার পদে সংশ্লিষ্ট বিষয়ে এবং সিনিয়র ইমারজেন্সী মেডিকেল অফিসার পদে ইমারজেন্সী ব্যবস্থাপনায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে। |
07 | লাইব্রেরীয়ান | লাইব্রেরী | মাষ্টার্স ডিগ্রী ইন লাইব্রেরী সাইন্স (৩-৫) বছরের অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। |
08 | নাসিং সুপারিনডেন্ট/ডিপুটি সুপারিনডেন্ট | নার্সিং | ডিপ্লোমা সাইন্স এন্ড মিডওয়াইফারী, বিএসসি নার্সিং সংশ্লিষ্ট বিষয়ের উপর (৫-১০) বছরের অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। |
09 | অফিসার (আইটি) | আইটি | বি.এস.সি ইন কম্পিউটার সাইন্স ডিগ্রীধারী হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ের উপর ৫ বৎসরের অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। |
10 | সহকারী প্রকৌশলী (সিভিল) | ইঞ্জিনিয়ারিং | বি.এস.সি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রীধারী হতে হবে। ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট বিষয়ের উপর ৫ বৎসরের অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। |
11 | সহকারী প্রকৌশলী (ইলেট্রিক্যাল) | ইঞ্জিনিয়ারিং | বি.এস.সি ইন ইলেট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রীধারী হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ের উপর ৫ বৎসরের অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। |
আবেদন প্রক্রিয়াঃ
