Join the BGC Trust Medical College Hospital Team: Recruitment Notice 2024

BGC TRUST MEDICAL COLLEGE HOSPITAL

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হসপিটাল

BGC TRUST MEDICAL COLLEGE HOSPITAL BGC BIDDYANAGAR, CHANDANAISH, CHATTOGRAM

ক্যাম্পাসঃ ‘বিজিসি বিদ্যানগর', চন্দনাইশ, চট্টগ্রাম।

চট্টগ্রাম সিটি অফিস: সানমার আরএল পার্কভিউ সুট-এ/৬ (৬ ফ্লোর) এবি ব্যাংকের বিপরীত, ৩৫/২৫, জাকির হোসেন রোড খুলশী, চট্টগ্রাম।

যোগাযোগঃ ০১৭৫৫৫৮৮৬৯৯ | Email: hr@bgctmc.ac.bd

নিয়োগ বিজ্ঞপ্তি

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য নিম্নে বর্ণিত পদে লোক নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে-

 

ক্র:নং পদের নাম বিষয়ের নাম যোগ্যতা ও অভিজ্ঞতা
02 অধ্যক্ষ/উপাধ্যক্ষ সকল বিষয় বয়স, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, বিএমএন্ডডিসি, পিএসসি ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নীতিমালা
03 পরিচালক/সহকারী পরিচালক/উপ-সহকারী পরিচালক (হাসপাতাল) সকল বিষয় বয়স, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, বিএমএন্ডডিসি, পিএসসি ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নীতিমালা
08 অধ্যাপক/ সহযোগী অধ্যাপক/ সহকারী অধ্যাপক সকল বিষয় বয়স, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, বিএমএন্ডডিসি, পিএসসি ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নীতিমালা
05 আবাসিক ফিজিশিয়ান/সার্জন/ প্যাথলজিষ্ট সকল বিষয় বয়স, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, বিএমএন্ডডিসি, পিএসসি ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নীতিমালা
06 রেজিষ্ট্রার/ সহকারী রেজিষ্ট্রার/ প্রভাষক মেডিকেল অফিসার/ সিনিয়র ইমারজেন্সী মেডিকেল অফিসার এম.বি.বি.এস, মেডিকেল অফিসার পদে সংশ্লিষ্ট বিষয়ে এবং সিনিয়র ইমারজেন্সী মেডিকেল অফিসার পদে ইমারজেন্সী ব্যবস্থাপনায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে।
07 লাইব্রেরীয়ান লাইব্রেরী মাষ্টার্স ডিগ্রী ইন লাইব্রেরী সাইন্স (৩-৫) বছরের অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।
08 নাসিং সুপারিনডেন্ট/ডিপুটি সুপারিনডেন্ট নার্সিং ডিপ্লোমা সাইন্স এন্ড মিডওয়াইফারী, বিএসসি নার্সিং সংশ্লিষ্ট বিষয়ের উপর (৫-১০) বছরের অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।
09 অফিসার (আইটি) আইটি বি.এস.সি ইন কম্পিউটার সাইন্স ডিগ্রীধারী হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ের উপর ৫ বৎসরের অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।
10 সহকারী প্রকৌশলী (সিভিল) ইঞ্জিনিয়ারিং বি.এস.সি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রীধারী হতে হবে। ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট বিষয়ের উপর ৫ বৎসরের অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।
11 সহকারী প্রকৌশলী (ইলেট্রিক্যাল) ইঞ্জিনিয়ারিং বি.এস.সি ইন ইলেট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রীধারী হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ের উপর ৫ বৎসরের অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।

 

আবেদন প্রক্রিয়াঃ

 

 

BGC TRUST MEDICAL COLLEGE HOSPITAL Job circular
Image of BGC TRUST MEDICAL COLLEGE HOSPITAL JOB CIRCULAR