আর্মি মেডিকেল কলেজ বগুড়া নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত আর্মি মেডিকেল কলেজ বগুড়ায় নিম্নলিখিত পদে শিক্ষক নিয়োগের নিমিত্তে আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে:
ক্র. | বিভাগ | পদের নাম ও সংখ্যা | বেতন | বয়স | শিক্ষাগত যোগ্যতা/অভিজ্ঞতা |
---|---|---|---|---|---|
১ | প্যাথলজি | সহকারী অধ্যাপক/সহকারী অধ্যাপক/সহকারী অধ্যাপক-১ (পূর্ণকালীন বা খণ্ডকালীন) | সহকারী অধ্যাপক অনুযায়ী | অনূর্ধ্ব ৫২ | বিএমডিসি এর ন্যূনতম অনুযায়ী প্রয়োজনীয় অভিজ্ঞতা |
২ | মেডিসিন | সহকারী অধ্যাপক-১ | অনূর্ধ্ব ৩৫ | বিএমডিসি এর ন্যূনতম অনুযায়ী | |
৩ | জেনারেল সার্জারি | সহকারী অধ্যাপক-১ | অনূর্ধ্ব ৩৫ | বিএমডিসি এর ন্যূনতম অনুযায়ী | |
৪ | অবস অ্যান্ড গাইনোকলজি | সহকারী অধ্যাপক-১ | অনূর্ধ্ব ৩৫ | বিএমডিসি এর ন্যূনতম অনুযায়ী | |
৫ | পেডিয়াট্রিক্স | সহকারী অধ্যাপক-১ | অনূর্ধ্ব ৩৫ | বিএমডিসি এর ন্যূনতম অনুযায়ী | |
৬ | এনেস্থেসিওলজি | সহকারী অধ্যাপক-১ | অনূর্ধ্ব ৩৫ | বিএমডিসি এর ন্যূনতম অনুযায়ী | |
৭ | ইএনটি | সহকারী অধ্যাপক-১ | অনূর্ধ্ব ৩৫ | বিএমডিসি এর ন্যূনতম অনুযায়ী | |
৮ | অর্থোপেডিক্স | সহকারী অধ্যাপক-১ | অনূর্ধ্ব ৩৫ | বিএমডিসি এর ন্যূনতম অনুযায়ী |
শর্তাবলী:
ক. আগ্রহী প্রার্থীগণকে আগামী ১২ সেপ্টেম্বর ২০২৪ তারিখ অফিস চলাকালীন সময় (১৪:৩০) এর মধ্যে চীফ এক্সিকিউটিভ অফিসার, আর্মি মেডিকেল কলেজ বগুড়া, বগুড়া সেনানিবাস এই ঠিকানায় ডাকযোগে অথবা ব্যক্তিগতভাবে নিম্নলিখিত নথিপত্র জমা দিতে হবে:
- চীফ এক্সিকিউটিভ অফিসার, আর্মি মেডিকেল কলেজ বগুড়া বরাবর দরখাস্ত (কম্পিউটারে টাইপকৃত)
- www.amcb.edu.bd/download/application ওয়েবসাইটে লিংক হতে "ব্যক্তিগত তথ্যাবলী" সংক্রান্ত ০২ পাতা নির্ধারিত ফরমে পূরণকৃত ফরম।
- প্রয়োজনীয় (গ্যাজেট, শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, এনসিসি এর সার্টিফিকেট এবং অভিজ্ঞতার সনদ ইত্যাদি) কাগজপত্রের ফটোকপি।
- জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
- সম্প্রতি তোলা ০৫ (পাঁচ) কপি পাসপোর্ট সাইজের স্পষ্ট ছবি। মোবাইল ফোন অপসন্দযোগ্য। ছবি গ্রহণযোগ্য নয়।
- অনলাইনে ব্যাংকিং আছে এমন যে কোন তফসিলী ব্যাংক হতে ট্রাস্ট ব্যাংক লিঃ, বগুড়া সেনানিবাস শাখার অনুকুলে চীফ এক্সিকিউটিভ অফিসার, আর্মি মেডিকেল কলেজ বগুড়া বরাবর অধ্যাপক/সহকারী অধ্যাপক/সহকারী অধ্যাপক পদের জন্য ৫,০০০/- টাকা এবং রেসিডেন্ট/সহকারী রেসিডেন্ট পদের জন্য ৩,০০০/- টাকা ব্যাংক ড্রাফট/পে-অর্ডার দরখাস্তের সাথে সংযুক্ত করতে হবে।
খ. চাকরির প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষিত ব্যক্তিরা আবেদন করতে পারবেন না।
গ. খালি পদগুলোর নাম উল্লেখ করতে হবে।
ঘ. লিখিতভাবে অনুরোধ করা হলে পরীক্ষার সময় মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে।
ঙ. অসম্পূর্ণ আবেদন বাতিল করা হবে। আবেদন গ্রহণের জন্য কোন আবেদন গ্রহণ করা হবে না।
চ. কর্তৃপক্ষ যে কোন আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করবে।
চীফ এক্সিকিউটিভ অফিসার
আর্মি মেডিকেল কলেজ বগুড়া