টিএমএসএস গ্র্যান্ড হেলথ সেক্টরে চাকরির সুযোগ: আবেদন করুন আজই! TMSS Job circular 2024

 

 

টিএমএসএস গ্র্যান্ড হেলথ সেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি

টিএমএসএস গ্র্যান্ড হেলথ সেক্টর কর্তৃক পরিচালিত টিএমএসএস নার্সিং কলেজ ও টিএমএসএস মেডিকেল কলেজ, বগুড়ায় বিভিন্ন পদে দক্ষ ও অভিজ্ঞ জনবল নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।

টিএমএসএস নার্সিং কলেজ, বগুড়া

১. সহকারী অধ্যাপক (নার্সিং) - ৪ জন

  • শিক্ষাগত যোগ্যতা: B.Sc in Nursing, M.Sc in Nursing / MPH ডিগ্রীসহ BNMC কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে।
  • অভিজ্ঞতা: প্রভাষক (নার্সিং) পদে কমপক্ষে ৫ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। প্রকাশনা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
  • বেতন-ভাতা: আলোচনা সাপেক্ষে।
  • বয়স: সর্বোচ্চ ৪০ বছর।

২. প্রভাষক (নার্সিং) - ৬ জন

  • শিক্ষাগত যোগ্যতা: B.Sc in Nursing, M.Sc in Nursing / MPH ডিগ্রীধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। BNMC থেকে হালনাগাদ রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে।
  • অভিজ্ঞতা: হাসপাতালে স্টাফ নার্স হিসেবে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
  • বেতন-ভাতা: আলোচনা সাপেক্ষে।
  • বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।

৩. ডেমোনস্ট্রেটর (মিডওয়াইফারি) - ৩ জন

  • শিক্ষাগত যোগ্যতা: Diploma in Midwifery, তবে B.Sc in Midwifery (Post Basic) উত্তীর্ণদের অগ্রাধিকার দেওয়া হবে। BNMC থেকে হালনাগাদ রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে।
  • অভিজ্ঞতা: হাসপাতালে কমপক্ষে ১ বছর মিডওয়াইফ হিসেবে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
  • বেতন-ভাতা: আলোচনা সাপেক্ষে।
  • বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।

৪. লাইব্রেরিয়ান (পুরুষ) - ২ জন

  • শিক্ষাগত যোগ্যতা: যে কোন পাবলিক বিশ্ববিদ্যালয় হতে ইনফরমেশন সায়েন্স এ্যান্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক (সম্মান)সহ স্নাতকত্তোর ডিগ্রী। কোন পরীক্ষায় ৩য় শ্রেণী গ্রহণযোগ্য নয়।
  • বেতন-ভাতা: আলোচনা সাপেক্ষে।
  • বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।

টিএমএসএস মেডিকেল কলেজ, ডেন্টাল ইউনিট, বগুড়া

৫. বিভাগীয় সহকারী কাম কম্পিউটার অপারেটর - ৩ জন

  • কর্মস্থল: টিএমসি-ডেন্টাল ইউনিট
  • শিক্ষাগত যোগ্যতা: যে কোন বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান)সহ স্নাতকোত্তর ডিগ্রি।
  • পেশাগত দক্ষতা: কম্পিউটার চালনায় এমএস ওয়ার্ড, এক্সেল ও ইন্টারনেট ব্রাউজিংয়ে দক্ষতাসহ ৬ মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে।
  • কাজের বিবরণ: বিভাগের চিঠিপত্র প্রস্তুত, ক্লাস পারসেন্টেজ, অভ্যন্তরীণ পরীক্ষার ফলাফল প্রস্তুত, মাসিক কো-অর্ডিনেশন সভার নোটিশ প্রদান, রেজুলেশন প্রস্তুতপূর্বক বিভাগীয় কাজ সম্পাদন করা।
  • বেতন-ভাতা: SR-TMSS- ১৭নং স্তর অনুযায়ী সর্বসাকুল্যে ১২,০০০/- টাকা, শিক্ষানবিশকালে ৯,০০০/- টাকা এবং সংস্থার চাকরি বিধি অনুসারে সকল ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে।
  • বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।

আবেদনের নিয়ম ও শর্তাবলী

  • আবেদনপত্র, সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, ই-মেইল এড্রেস, মোবাইল নম্বরসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি পরিচালক (এইচআর-এম এ্যান্ড এ্যাডমিন) বরাবর জমা দিতে হবে। আবেদন জমাদানের শেষ তারিখ ২০/০৯/২০২৪ইং
  • ১-৪ নং পদের আবেদনকারীগণ আবেদনপত্র টিএমএসএস ফাউন্ডেশন অফিস, ঠেঙ্গামারা, রংপুর রোড, বগুড়া-৫৮০০ ঠিকানায় প্রেরণ করতে হবে অথবা স্ক্যান কপি ই-মেইলে jobstmss@gmail.com / tmsshealth@gmail.com পাঠাতে হবে। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী কাউন্সিল-এর হালনাগাদ রেজিস্ট্রেশন সার্টিফিকেট আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। খামের উপর/ই-মেইলের Subject-এ আবেদনকৃত পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
  • ৫ নং পদের আবেদন ডাক/কুরিয়ার/সরাসরি টিএমএসএস ফাউন্ডেশন অফিসে প্রেরণ করতে হবে। ই-মেইলে প্রেরিত আবেদন গ্রহণযোগ্য নয়।
  • নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে SMS/ই-মেইল/মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে।
  • নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত (লভ্যাংশসহ ফেরতযোগ্য) প্রদান করতে হবে।
  • যারা টিএমএসএস-এর চাকরি হতে অব্যাহতি দিয়েছেন, তাদের টিএমএসএস-এর কর্ম অভিজ্ঞতা উল্লেখ করতে হবে। তবে টিএমএসএস কর্তৃক চাকরিচ্যুত কর্মীরা আবেদন করতে পারবেন না।
  • নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে।
  • নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
  • কর্তৃপক্ষ কোনো কারণ বা ব্যাখ্যা ছাড়াই আবেদন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

ফোন: ০২৫৮৮৮77305, 02588877309

ওয়েবসাইট: www.tmss-bd.org

পরিচালক: (এইচআর-এম এ্যান্ড এ্যাডমিন)

টিএমএসএস গ্র্যান্ড হেলথ সেক্টরে চাকরির বিজ্ঞপ্তি। job circular

[সকল ধরনের সরকারি বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি দেখতে জয়েন করুন প্রাইভেট গ্রুপে ।
গ্রুপ লিংক- https://facebook.com/groups/463200621796879

.]